
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে নতুন করে ১ লাখ ১৩ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় চেয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (United Nations High Commissioner for Refugees) বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ইউএনএইচসিআর, সোমবার (২৮ এপ্রিল) তাদের চিঠিতে এ অনুরোধ জানায় এবং জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন রোহিঙ্গাদের দ্রুত আশ্রয় দেওয়া প্রয়োজন।
