প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৯
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।