বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।