প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:৫৬
ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে, যাতে ৭০ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে একটি পর্যটক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি পুরির দিকে যাচ্ছিল এবং এতে বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি পর্যটক ছিলেন, যারা সম্প্রতি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন শেষে তারা ওডিশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।