প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ২০:৫৭
ঠাকুরগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন জেলার সংবাদকর্মীরা। ২ এপ্রিল, বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদকর্মীরা জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। ধর্ষণ, খুন, চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, পাশাপাশি অপরাধী চক্রের মধ্যে ঘুষ-বাণিজ্যও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান এইসব অপরাধ ও অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত বলে সংবাদকর্মীরা দাবি করেছেন।