নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টা রুখে দিতে নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি শুক্রবার একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে নওগাঁ জেলার সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ঘোষণা করেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে তা মানা হবে না এবং কৃষি ও ব্যবসায়িক সরবরাহ বন্ধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজের একাডেমিক ফলাফল অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় অনেক ভালো। তাদের মতে, ভবন না থাকা একটি প্রতিষ্ঠানের মান যাচাইয়ের একমাত্র মাপকাঠি হতে পারে না। এমনকি তারা এটিও জানান, নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং এখানকার শিক্ষার্থীরা দেশের মধ্যে ভালো ফলাফল অর্জন করে থাকে। তবে, সরকারের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা তাদের মতে অবিচার এবং একধরনের হঠকারিতা।
নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেন বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা জানতে পেরেছেন, সরকার নওগাঁসহ ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। তিনি দাবি করেন, নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন হতে পারে না এবং এটি বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত ভুল। তিনি জানান, যদি সরকার এই সিদ্ধান্ত থেকে পিছু না হটলে, তারা নওগাঁ থেকে চাল, আম সরবরাহ বন্ধসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি বলেন, সরকার যদি মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তারা নওগাঁবাসীর পক্ষে রাজপথে থাকবে। কোনো প্রতিষ্ঠানকে মানহীন ঘোষণা না করে তার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া উচিত, এটাই তাদের দাবি।
এদিকে, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন জানিয়েছেন, নওগাঁ মেডিকেল কলেজের মান অন্যান্য নতুন মেডিকেল কলেজের তুলনায় অনেক ভালো। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বন্ধের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে তারা প্রতিষ্ঠানটির মান উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নওগাঁবাসী এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তারা দাবি করেছেন, সরকার যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং নওগাঁ মেডিকেল কলেজের ভবিষ্যৎ নিশ্চিত করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।