কাউখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩২ অপরাহ্ন
কাউখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান। 

এসএমসি'র সভাপতি মোঃ জাহাংগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসকে. জাবিদ হোসেন, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ।  শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর ও স্বপন বিশ্বাস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান বলেন, শিশুর মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক চর্চার বিকল্প নেই। তিনি বিদ্যালয়কে আনন্দমূখর করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব