কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ইয়াবা বিক্রিকালে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সন্ধ্যায় বালুখালী বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরাকৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-২ এর বাসিন্দা মো. ওসমানের ছেলে মো. সোহেল (২০) এবং একই ক্যাম্পের সিরাজ ইকবালের ছেলে মো. হালিম (২২)।এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলছে র্্যাব অফিসার জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।