ঝিনাইদহে বিষ খাইয়ে ভ্যান ছিনতাই, হাসপাতালে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন
ঝিনাইদহে বিষ খাইয়ে ভ্যান ছিনতাই, হাসপাতালে চালকের মৃত্যু

ঝিনাইদহে ভ্যান চালক ইব্রাহীম মন্ডল (৩৮) হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভ্যান ছিনিয়ে নেওয়ার পর তাকে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত ইব্রাহীম মন্ডল সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে। মৃত্যুর আগে তিনি ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। তিনি উল্লেখ করেন, সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম এই ঘটনায় জড়িত।


নিহতের মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ইব্রাহীম রাস্তায় ভাড়া মারছিলেন। এ সময় রতন নামের এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামে যাওয়ার জন্য তার ভ্যান ভাড়া নেয়। পথে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে থাকে রতন। এরপর ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌঁছালে প্রতারক চক্র ভ্যানটি আটক করে। এ সময় রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে বিষপান করায়। পরে ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে প্রতারকরা টাকা ভাগ করে নেয়।


ইব্রাহীম বিষপানের পর চার দিন ধরে অসুস্থ ছিলেন। অবশেষে শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ভাই আশরাফুল ইসলাম জানান, ইব্রাহীমের স্ত্রী ও এক কন্যা প্রতিবন্ধী। সংসারে আরও দুটি শিশু সন্তান রয়েছে। তিনি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনার বিষয়ে অবগত রয়েছে। ইব্রাহীমের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।