নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক।বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সাহেপ্রতাব মোড় থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।আটককৃত মোসা. সুমা বেগম (৩৩) রায়পুরা উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী।শুক্রবার সকালে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে নরসিংদী সদর মডেল থানাধীন সাহেপ্রতাব মোড়ের আশেপাশে ভাসমান মাদক ব্যবসায়ী মাদক দ্রব্যসহ অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আল রাফি ফার্মেসীর সামনে থেকে তাকে আটক করা হয়।পরে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশি করলে তার জামা ভিতর থেকে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৩টি প্যাকেট. যার প্রতিটিতে ১ হাজার করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)বিপ্লব কুমার সাংবাদিকদের বলেন, ইয়াবাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।