দৌলতদিয়া যৌনপল্লীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
দৌলতদিয়া যৌনপল্লীতে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় সাজেদা নামের এক বাড়িওয়ালীর ভাড়া বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত ব‍্যাক্তি দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া গ্রামের সামচু মাষ্টারের ছেলে মামুন (৪০)।


স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাড়া নেওয়া ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে। 


স্থানীয়রা আরো জানান, মৃত ব‍্যক্তির মেয়ে লোক সুমি আক্তার ঘরের আড়ার সাথে তাকে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে নিচে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালেনিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 


সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহর সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে।


গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও অতিরিক্ত মাদক সেবন থেকে হতাশা গ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে প্রকৃত কারন জানা যাবে।