হিলিতে ৫ আগস্ট দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
হিলিতে ৫ আগস্ট দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই শিক্ষার্থী সূর্য ও নাঈমের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম (সেবা)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি পরিদর্শন করেন।


পরিদর্শনকালে হাকিমপুর সার্কেলের এএসপি অ.ন.ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় পুলিশ সুপার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মামলার বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। তিনি আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পৃথক দুটি মামলা করেন সূর্যের ভাই ও নাঈমের বাবা। স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাজমুল হাসান।


নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটির রহস্য উদঘাটনে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।