হিজলায় লায়ন্স ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
হিজলায় লায়ন্স ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়ায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫এ১ এর লায়ন্স ক্লাব অব বরিশাল শীতার্ত ৫০০ অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে। শনিবার সকালে বড়জালিয়া মিঝিবাড়ি জামিয়া ইসহাকিয়া কওমী মাদ্রাসার মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর মো. নজরুল ইসলাম সিকদার, লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মাসুম, সার্জেন্ট এট আর্মস মো. আনোয়ার হোসেন, রিজিওন চেয়ারম্যান প্রোজেক্ট আব্দুল মজিদ খন্দকার, মো. তৌফিক আহমেদ, সমাজসেবক মো. মজিবুল হক মনজু এবং আমির হোসেন নান্নু মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  


অনুষ্ঠানে বক্তারা লায়ন্স ক্লাবের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। অতিথিরা ভবিষ্যতেও হিজলা উপজেলার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।  


এই ধরনের উদ্যোগ শীতার্তদের দুর্ভোগ লাঘবে বিশেষ ভূমিকা রাখে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেছেন।