বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বাকস্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসত্বের জাতিতে পরিণত করেছেন। তিনি এ কথাগুলো বলেন বুধবার (২৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ কর্মী সম্মেলনে।
নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান বলেন, “সরকার সাংবাদিকদের লিখতে বাধা দিচ্ছে, আলেম-ওলামাদের ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করছে। এভাবে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা সরকার ঘুম, খুন, নির্যাতন এবং সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। অর্থনীতিকে ভেঙে দিয়ে দেশে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে। ‘১০ টাকায় চাল’ প্রতিশ্রুতির বিপরীতে মানুষ ঘরে ঘরে লাশ উপহার পেয়েছে।”
মাওলানা শাহজাহান দাবি করেন, “শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের মীমাংসিত ইস্যুকে নতুন করে সামনে এনে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে প্যাসিবাদের রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা দেশে আসার সুযোগ পেলে তাকে অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।