রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি পাঁচতলা ভবনে বড় ধরনের আগুন লেগেছে। আগুনে অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন। যাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।বুধবার রাত ১০টা ৪০ মিনিটে শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভবনটির নিচে গোডাউন রয়েছে। কিন্তু সেটি প্লাস্টিক না কি কেমিক্যাল কারখানা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে একটি বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে। রাত ১২ টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ অর্ধশতাধিক মানুষ ঢামেক হাসপাতালে এসেছেন।এদের মধ্যে দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।