মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে দিনদুপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে আকবার সরদার(৩৫) ও আরবআলী মাতুব্বর(৫৮) নামের দুই ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ (মঙ্গলবার) দুপুরে তাদেরকে এ জেল প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত ধসুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর এলাকার আকবার আলী সরদারকে প্রকাশ্যে গাজা সেবন ও আরবআলী মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।
এ অভিযোগে মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন। এ সময় আরবআলী মাতুব্বরের কাছ থেকে ২০০শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আকবার আলী সরদারকে ছয় মাস ও আরবআলী মাতুব্বরকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, গাজাসেবন ও বিক্রির দায়ে তাদের দুজনকে কারাদন্ড দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।