কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ঘেরাও করেছে র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০৪:৫৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ঘেরাও করেছে র‍্যাব-পুলিশ

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ব্যাংকে ঢুকে ডাকাতরা নগদ টাকা লুট করার চেষ্টা করে। তবে এ সময় ব্যাংকের বাইরে থেকে স্থানীয়রা তালা ঝুলিয়ে ডাকাতদের আটকে দেয়। বর্তমানে ব্যাংকটি ঘিরে রেখেছে র‍্যাব ও পুলিশ।


ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতদলের সদস্যরা ব্যাংকের ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা লুট করার চেষ্টা করছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে।


ঘটনার সময় ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকের ভেতরে ঢোকে। এরপর পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এর পরপরই স্থানীয় কয়েকশ মানুষ ব্যাংকটি ঘিরে ফেলেন। এতে ডাকাতদের পালানোর পথ বন্ধ হয়ে যায়।


ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকে উপস্থিত ছিলেন না, তবে পরে কর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, পুলিশের সহায়তায় বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, "আমরা তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছি যাতে কোনো বড় ধরনের পরিস্থিতি তৈরি না হয়।"


দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, "ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। তাদের আত্মসমর্পণের জন্য চেষ্টা চলছে। র‍্যাব এবং পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে আছেন।"


এদিকে, ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের ভেতরে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করছে। পুলিশ ও র‍্যাবের যৌথ টিম ডাকাতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।