আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম বলেন, ‘‘নির্বাচনকে উৎসবমুখর করার জন্য সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। কোনো দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হবে না, এমনকি আওয়ামী লীগের জন্যও কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই।’’ তিনি আরো বলেন, ‘‘এবারের নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ, যেখানে সকল প্রকার প্রভাবমুক্ত থাকবে নির্বাচনী কর্মকাণ্ড।’’
নির্বাচন কমিশনের প্রধান বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশন যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি, তবে এই নির্বাচনে কমিশনের কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। এর ফলে জনগণের আস্থা ফিরে আসবে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং যদি অংশগ্রহণ করে তবে তাদের জন্য কোনো বাধা থাকবে কিনা। উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, ‘‘আমি তো কোনো বাধা দেখছি না, এবং আশা করছি যে সকল দল নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী অংশগ্রহণ করবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা চাই অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন, যেখানে সব রাজনৈতিক দল তাদের প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নেবে। কোন দলকে কোনো বাধা দেয়া হবে না।’’
এছাড়া, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।