আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৬:৩১ অপরাহ্ন
আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ (সোমবার) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। 


সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, "ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়: রাত ৮টা, স্থান: রাজু ভাস্কর্য।" 


উপ-হাইকমিশনে হামলার পটভূমি

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবেশী দেশ ভারত একাধিক বিক্ষোভের আয়োজন করেছে। এসব বিক্ষোভের ধারাবাহিকতায় আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে উগ্রবাদীরা হামলা চালায়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। 


এই ঘটনায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষার্থীদের সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশজুড়ে আরও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।