ফ্যাসিবাদ পুনর্বাসন মিশনের বিরুদ্ধে ছাত্রশিবিরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০২৪ ০১:১০ অপরাহ্ন
ফ্যাসিবাদ পুনর্বাসন মিশনের বিরুদ্ধে ছাত্রশিবিরের হুঁশিয়ারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম মঙ্গলবার (১৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, "যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের মিশনে নেমেছেন, তারা সাবধান হয়ে যান, নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না।" 


বিবৃতিতে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী গোষ্ঠীকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, এমনকি হত্যাকাণ্ডের মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এমন অসংখ্য তথ্য ও ডকুমেন্টস আমরা পেয়েছি, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি আরও যোগ করেন, যারা বর্তমান প্রজন্মের পালস বুঝতে পারছেন না, তারা বড় ভুল করছেন এবং তাদের প্রতি সতর্কতারও হুঁশিয়ারি দেন।


ফেসবুক স্ট্যাটাসে তিনি স্মৃতিচারণা করেন, মুক্তিযুদ্ধের সময়কার ক্ষতবিক্ষত চেহারা, আহত এবং শহীদের সংবাদে ভেসে থাকা দিনগুলোকে। "একাকী নীরব আন্দোলনের দিনগুলো মনে হলে এখনও রক্তকণিকা হিম হয়ে আসে," লিখেছেন তিনি। শহীদের আত্মত্যাগের কথা মনে করে শিবিরের নেতা বলেন, "আমরা যারা সেদিন শহীদ হিসেবে কবুল হইনি, আমাদের শরীরে হাজারো শহীদের রক্ত লেগে আছে।" 


জাহিদুল ইসলাম বলেন, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হল ফ্যাসিবাদী চিন্তা ও কাজের বিরুদ্ধে লড়াই করা এবং যে কোনো অগ্রগতির পথে ফ্যাসিবাদের প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, “যেখানে ফ্যাসিবাদী চিন্তা থাকবে, সেখানেই আমরা প্রলয়ের মতো আঘাত হানব।”


তিনি তাঁর বিবৃতিতে “ফ্যাসিবাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিয়ে দাবি করেছেন যে, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে ছাত্রশিবির তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। 


এছাড়া, সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেছেন যে, দেশ ও জাতির স্বার্থে ছাত্রশিবির নিজেদের আন্দোলনকে শক্তিশালী করবে এবং দেশের মধ্যে ফ্যাসিবাদী চিন্তা ও কার্যক্রমের প্রতিরোধে যথাযথ ভূমিকা পালন করবে।