দেবীদ্বারে পৃথক পুকুর ও খাল থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৭:১৭ অপরাহ্ন
দেবীদ্বারে পৃথক পুকুর ও খাল থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

দেবীদ্বার উপজেলায় পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে এবং অন্যটির মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়।  


প্রথম ঘটনাটি ঘটে দেবীদ্বার পৌর এলাকার বারেরা হেলাল গাজী সরকারের বাড়ির মৃত জব্বার আলী সরকারের ছেলে সহিদুল্লাহ সরকার (৬০) এর সাথে। তার পরিবার জানায়, সহিদুল্লাহ সরকার ১১ নভেম্বর রাতে নাস্তা খেয়ে স্থানীয় চায়ের দোকানে চা খেতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং স্থানীয়রা তাকে সেবা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। রাতে বাড়ি না ফেরায় পরদিন তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। অবশেষে ১৩ নভেম্বর সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন পলিথিনের মধ্যে কিছু ভাসতে দেখে সন্দেহ হলে তারা বাঁশ দিয়ে পলিথিন সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।  


দ্বিতীয় ঘটনাটি ঘটে ইউছুফপুর গ্রামের কাউয়ারা ব্রিজের নিচে, যেখানে মিজানুর রহমান (৬৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবার জানায়, মিজানুর রহমান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং ১২ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরদিন, ১৩ নভেম্বর, স্থানীয়রা তার মরদেহ খালের নিচে দেখতে পান। মিজানুরের ভাই, বিল্লাল হোসেন ও আলাউদ্দিন জানান, তিনি একাই বাড়িতে থাকতেন এবং গত রাতে খালপাড়ে কিছু পড়ার শব্দ শুনেছিল স্থানীয়রা।  


এ ঘটনায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, উভয় মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই পৃথক ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহভাজন কিছু সিমটম পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে আসল কারণ বের করার চেষ্টা চলছে।