প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ২:১৭
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ দিনটির সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয়।
বিস্তারিত আসছে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চান। বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি বিএনপির কাছে মনোনয়ন চেয়েছি। ইনশাআল্লাহ মনোনয়ন পাব বলে আশাবাদী। দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার সুশাসনের প্রশ্নে আগামী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোথাও ঝটিকা মিছিল, সভা কিংবা সমাবেশ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বর্তমানে বন্ধ। কেউ যদি দলীয় ব্যানারে, দলের নামে বা
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করতে
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ করেছে। বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের সুরক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। সরকার আশা করছে, নতুন অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে জবাবদিহিতা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, বুধবার থেকেই প্রথম পর্যায়ে প্রায় ৫০ শতাংশ