প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ২:১৭
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ দিনটির সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয়।
বিস্তারিত আসছে…
চাঁদাবাজি ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই এবং যেই হোক, চাঁদাবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
দেশে সাম্প্রতিক সময়ে সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি, বরং যা কিছু ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ১৪ জুলাই সোমবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অপরাধের পরিস্থিতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ১৪ জুলাই দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রসঙ্গসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। জুলাই মাসের এই দিনটি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দেশজুড়ে। বিশেষভাবে ঢাকা
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর একাধিক সদস্য কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনা সামনে আসে। তাদের অনেকেই কর্মস্থলে যোগ না দিয়েই উধাও হয়ে যান। এমন পরিস্থিতিতে আরও চার পুলিশ কর্মকর্তার অনুপস্থিতির তথ্য প্রকাশ পায়। তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ডিএমপির
নির্বাচনের তারিখ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচন কমিশন এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “যেটা প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন, সেটাই জানি। সরকার থেকে এখনও কিছু জানানো হয়নি।” একান্ত এক সাক্ষাৎকারে সিইসি