https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভোট বিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১:৩০

শেয়ার করুনঃ
ভোট বিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ হচ্ছে— এমনটা চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। যদি কেউ বাধা দেয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে একই কথা বলেছি।

বিএনপিসহ বিরোধীদলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়ে কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে। সেখানে তারা লিফলেট বিতরণ করে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসহিত করছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে কমিশনার আনিছুর বলেন, ‘কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। কিন্তু ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ডের। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।’

ইসি আনিছুর রহমান বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইটওয়েট বলে কেউ নেই। যার বিরূদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সামান্যতম কুণ্ঠিত হবো না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এছাড়া আচরণবিধি অমান্য করা এবং প্রার্থীদের দ্বারা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তও আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

 ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, যাঁদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জা, মুখোশ, কাঠের তৈরি শিল্পকর্ম, আর মানুষের প্রাণচাঞ্চল্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। সূর্য

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিসেম্বর মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান শনিবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে কমিশনের দুই সদস্য প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে তার মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী