https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

টাইগারদের অধিনায়কত্বের দৌড়ে কারা জানালেন পাপন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ০:৩৫

শেয়ার করুনঃ
টাইগারদের অধিনায়কত্বের দৌড়ে কারা জানালেন পাপন

সবশেষ ৪টি-টোয়েন্টি ম্যাচে ৩ জনের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। সোহান-মোসাদ্দেকের কাঁধে খণ্ডকালীন দায়িত্ব দিয়ে জিম্বাবুয়ে সিরিজ পার হলেও পূর্ণকালীন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ এশিয়া কাপের জন্য ৮ আগস্টের মধ্যে এসিসির কাছে স্কোয়াড জমা দিতে হবে।

এদিকে, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের কাছে তিনটা নাম আছে। রিয়াদও আছে। সাকিব তো থাকবেই। এছাড়া আগে থেকেই আছে লিটন। এখন আবার নতুন নাম যোগ হয়েছে সোহান। কিন্তু সে (সোহান) তো ইনজুরড। সে আদৌ এশিয়া কাপে খেলতে পারবে কি না সেটারও নিশ্চয়তা নেই।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পাপন আরও বলেন, ‘এরই মধ্যে চারজন থেকে একজন না করে দিয়েছে। তাহলে বাকি থাকল আর তিন নাম। তবে এখনই জানাচ্ছি না। আগে সবার সঙ্গে কথা বলি। তারপর জানতে পারবেন।’

ভাইস ক্যাপ্টেনের প্রসঙ্গে বলেন, ভাইস ক্যাপ্টেন দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তবুও ভাবা হচ্ছে। কবে নাগাদ নতুন অধিনায়ক ঘোষণা করা হবে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য দল সাজাচ্ছি। এর মধ্যেই ক্যাপ্টেন ঠিক হয়ে যাবে। আশা করা যাচ্ছে, শিগগিরই ঘোষণা হবে।’ 

এ সম্পর্কিত আরও পড়ুন

 ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, যাঁদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জা, মুখোশ, কাঠের তৈরি শিল্পকর্ম, আর মানুষের প্রাণচাঞ্চল্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। সূর্য

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিসেম্বর মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান শনিবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে কমিশনের দুই সদস্য প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে তার মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী