প্রকাশ: ২৬ জুন ২০২২, ৪:৫১
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...
।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দুঃখজনক পরিণতির কারণ নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, একজনকে জুতার মালা পরানো হয়েছে, আরেকজন বর্তমানে কারাগারে রয়েছেন। এ পরিস্থিতির জন্য কে দায়ী, তা নিয়ে গবেষণা হওয়া জরুরি। শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। তিনি সতর্ক করেন, নির্বাচন প্রক্রিয়ায় কেউ অন্যায়ে জড়ালে এর ক্ষমা দেওয়া হবে না। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন না হলে শুধু কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তারাও দায়বদ্ধ হবেন।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে নিরপেক্ষ থেকে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, নতুন করে শিক্ষার্থীদের আর কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই,
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী দাবি করেছেন, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী ব্যক্তিরা স্বেচ্ছায় আসছেন এবং ভারত কোনো পুশব্যাক কার্যক্রম পরিচালনা করেনি। তিনি আরও বলেন, লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি করে না। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সংবাদ সম্মেলনে জানান, সম্মেলনে সীমান্তে শিশুদের ওপর অস্ত্র ব্যবহারের ঘটনা
বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি অলাভজনক স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে সরকার এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪০তম সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা