প্রকাশ: ২৬ জুন ২০২২, ৪:৫১
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...
।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা তুঙ্গে থাকলেও এখনো ভোটের তারিখ নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ আয়োজিত ফল উৎসবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না এবং যথাসময়ে তা বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ‘ভোটের
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে নানা আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, ড্রোন প্রদর্শনীর জন্য স্থানীয় ও চীনা সংস্থার সহায়তায় পাঁচটি স্থানে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে বাস্তবায়ন করা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য আমদানিতে শুল্ক কমানো সম্ভব হবে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার শেষে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা রয়েছেন এবং আগামীকালের মিটিংয়ের পর আলোচনার ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। তিনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই নতুন শুল্ক ঘোষণার পর থেকেই বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধিদলে রয়েছেন। বাংলাদেশি প্রতিনিধি
পোল্যান্ডের প্রধান সমুদ্রবন্দর গডানস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম ও গডানস্ক বন্দর কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট অ্যালান আলেকসান্ড্রোইচের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চট্টগ্রাম ও গডানস্ক বন্দরের মধ্যে সরাসরি শিপিং রুট স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গডানস্ক বন্দরের কার্যক্রম, সক্ষমতা ও কৌশলগত গুরুত্ব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত ব্রিফ দেওয়া হয়। উভয়