ই-কমার্সের মাধ্যমে বিদেশে কত টাকা পাচার হয়েছে তার পরিমাণ জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় কারা জড়িত তাদের বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।
সোমবার (২৩ মে) পৃথক তিনটি রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।