সীমিত পরিসরে শুক্র শনি খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে এপ্রিল ২০২২ ০৬:০২ অপরাহ্ন
সীমিত পরিসরে শুক্র শনি খোলা থাকবে ব্যাংক

ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় আগামী শুক্র ও শনিবার (২৯ ও ৩০ এপ্রিল) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।


বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে।


এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়েছে। এ জন্য সবার সুবিধার্থে আগামী শনিবার (৩০ এপ্রিল) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।


এ দিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। আর লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা আড়াইটা পর্যন্ত।


এই দুই দিনে ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।