প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন, ২০২২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ (১৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন, এই আইনে সার্চ কমিটি থাকবে এবং এই কমিটি নাম প্রস্তাব করতে পারবে।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের বয়স হতে হবে ৫০ বছরের বেশি। কোনো সরকারি, বেসরকারি ও বিচার বিভাগীয় কাজের ২০ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হবার ক্ষেত্রে অযোগ্যতার মধ্যে রয়েছে দেউলিয়া, বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য, নৈতিক স্খলন বা যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়া।
জানানো হয়েছে, যদি আইনটি সংসদে পাশ হয় তবে নতুন ইসি এই আইনেও হতে পারে। এর জন্য বিধি করা হবে বলেও জানানো হয়েছে।
নির্বাচন কমিশন আইনে সার্চ কমিটিতে কারা থাকবে তা নির্ধারণ করা হয়েছে। আপিল ও হাইকোর্টের বিচারপতি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান, রাষ্ট্রপতি মনোনীত ২ জন সদস্য থাকবেন সার্চ কমিটিতে। সেই সাথে ৬ জনের সদস্যের কথাও বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।