৩ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৭শে আগস্ট ২০২১ ০৮:২৯ অপরাহ্ন
৩ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এক সংক্ষিপ্ত সফরে শনিবার (২৮ আগষ্ট) নিজ নির্বাচনী এলাকা বরিশাল আসছেন। তিনি ঢাকা থেকে দুপুর ১টার সময় সড়ক পথে বরিশালে উদ্দেশ্যে রওনা দিবেন। বিকেল ৫টায় বরিশাল এসে পৌঁছাবেন এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে রাত্রিযাপন করবেন।


পরদিন রবিবার (২৯ আগষ্ট) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। 


সোমবার (৩০ আগষ্ট)  শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অসহায়, গরীর  ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার সামগ্রী বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। ওই‌দিন দুপুরে ১টায় ঢাকার উদ্দেশ্যে তিনি বরিশাল ত্যাগ করবেন।