প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ২:১৭
বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য দ্রুত ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জেনেভায় ডব্লিউএইচর মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এতে জানানো হয়, বৈঠকে আলোচনার প্রথম পর্যায়ে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানোর আশ্বাস দেন গাব্রিয়েসুস। পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী দেশের ৪০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানোর অনুরোধ জানালে পর্যায়ক্রমে তা পাঠাতে সম্মত হন তিনি।
জাহিদ মালেক বলেন, বৈঠকে বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গত দেড় বছরে কোভিড মোকাবিলায় বাংলাদেশ কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরলে শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।