প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৮:৩৭
মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। মামলা নং ৩২। সেখানে ভবন মালিকসহ যারা ভবন দেখভাল মালিকানা রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং যারা ওখানে ভাড়াটিয়া ব্যবসায়ী হিসেবে ছিলেন যেমন- গ্র্যান্ড কনফেকশনারি, শর্মা হাউজ, বেঙ্গল মিট বা সিঙ্গার গ্রুপের
লাইসেন্সহীন বা অনুমোদিত বিদ্যুৎ বা গ্যাসের কোনো সংযোগ ছিল কিনা এবং এদের নিজেদের ব্যবসায়িক মালামাল মজুদ এবং ওখানে রাখার ক্ষেত্রে কোন ধরনের অবহেলা ছিল কিনা সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।৩০৪ এর ক ধারায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই অতিরিক্ত উপকমিশনার।
প্রসঙ্গত, রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর মগবাজারের রাখি নীড় নামের তিনতলা আবাসিক ভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে আশপাশের বিভিন্ন স্থাপনা ও পাশের রাস্তায় থাকা দুইটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত সাতজন হলেন- কলেজশিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আল আমিন (৩০), শর্মা হাউসের পাচক ওসমান গনি, মা জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবাহানা।এ ঘটনায় পুলিশ, র্যাব, সিআইডির ক্রাইম সিন ইউনিট, কাউন্টার টেররিজম, বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়ে সংগ্রহ করে আলামত। এখনো চলছে জোর তদন্ত।