বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর শোক প্রস্তাব।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতি সংসদের কোন সংসদ সদস্য মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন স্পিকার। তাই বুধবার্ ত্রয়োদশ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক এর ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা শেষে সংসদের বৈঠক বৃহস্পতিবার (০৩ জুন) পর্যন্ত মুলতবি ঘোষণা করতে পারেন স্পিকার।
এছাড়া দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর এবং অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর। যেহেতু শোক প্রস্তাবের আলোচনা রয়েছে তাই প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে ঘোষণা দিতে পারেন স্পিকার।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টায় বর্তমান সরকারের তৃতীয় এবং বাংলাদেশের ৫০তম বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বাজেটের আকার হতে পারে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা। একই দিন অর্থমন্ত্রী অর্থবিল উত্থাপন করবেন। এরপর দুই দিন সাপ্তাহিক বন্ধ শেষে আগামী ৬ জুন মুলতবি অধিবেশন শুরু হবে। আগামী ৬ ও ৭ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা ও সম্পূরক বাজেট পাস হবে। এরপর প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস হবে। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থবছর।