প্রকাশ: ৪ মে ২০২১, ১০:১
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আলো স্বল্পতার কারণে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আগুন নেভানোর কাজ বন্ধ করে ফায়ার সার্ভিস। ২০ ঘন্টা পর মঙ্গলবার (০৪ মে) সকালে দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনে প্রবেশ করেছে।
এছাড়া বনবিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে যাচ্ছেন।
সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকালে তিনটি ইউনিট সুন্দরবনে এসেছি। খুব তাড়াতাড়ি আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারব।
আগুন নিভানোর পানির জন্য চার কিলোমিটার পাইপ বসানো হয়েছে। আশা করছি আজকে সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।