ভারতে হঠাৎ করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা আমদানি বন্ধ করে দিয়েছে। এতে কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ। তবে টিকা আমদানির বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না।
মঙ্গলবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।
দেশে টিকা আমদানিতে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশে টিকা কিভাবে আমদানি করা যায় সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।