বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, লেনদেন ব্যাহত
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমস (বিএসিপিএস) ও বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সার্ভার বন্ধ রয়েছে। এ দুই পদ্ধতি প্রতিদিন গড়ে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়।
বাংলাদেশ ব্যাংকের আইসিটি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিভাগের নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) মুহাম্মদ জাকির হাসান জানান, কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও মিরপুরের ডেটা সেন্টারের মধ্যে একটি অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ১৩ এপ্রিল থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রকৌশলীরা সমস্যাটি সমাধানে আপ্রাণ চেষ্টা করছেন। আগামী রোববারের (১৮ এপ্রিল) মধ্যে সমস্যাটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মুহাম্মদ জাকির হাসান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।