https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভয়াবহ রূপ করোনার, হাসপাতালে খালি নেই আইসিইউ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:১১

শেয়ার করুনঃ
ভয়াবহ রূপ করোনার, হাসপাতালে খালি নেই আইসিইউ!

দেশের করোনামহামারি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন কিংবা রাত সবসময় হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নতুন রোগীর ভিড়। মধ্যরাতেও সন্দেহভাজন কিংবা কোভিড আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটির পরও মিলছে না সিট ও আইসিইউ বেড।

গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক করোনা আক্রান্ত রোগী আসছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। মিরপুরের বাসিন্দা আজমেরি বেগম সংকটাপন্ন রোগীকে নিয়ে রাজধানীর ৫টি হাসপাতাল ঘুরে কোনো আইসিইউ খালি না পেয়ে শেষ ভরসা নিয়ে এসেছেন কুর্মিটোলায়। কিন্তু এখানেও খালি নেই আইসিইউ বেড। শুধু আজমেরি বেগম নয় তার মতো অনেকেই আইসিইউ বেডের আশায় ঘুরছেন এক হাসপাতাল অন্য হাসপাতালে। অন্যদিকে অভিযোগ আছে, আইসিইউ নিয়েও কাজ করছে একটি সিন্ডিকেট।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল রোববার রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ভর্তির অপেক্ষায় বসে আছেন বেশ কয়েকজন। রাতে চিকিৎসকরা গুরুত্ব না দেয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। আবার কেউবা রোগীকে হাসপাতালে ভর্তি করতে পারলেও মিলছে না আইসিইউ বেড। এমন অবস্থায় রোগীকে বেডে রেখে স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন আইসিইউ।

এমন সমস্যার বিষয়ে রোগীর স্বজনরা বলেন, ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে তারা শুধু বলবে এখানে সিট খালি বা ওখানে সিট খালি আছে। কিন্তু কোথাও কোনো সিট খালি নেই। আমাদের রোগীর অবস্থা খারাপ বলেই তো হাসপাতালে এসেছি। আরেকজন অভিযোগ করে বলেন, হাসপাতালে আসার পর রোগী রাখেনি। কারণ কোনো বেড খালি নেই।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অন্যদিকে সাম্প্রতিক করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সপ্তাহখানেক ধরে হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। মিলছে না আইসিইউর কোনো বেড। সবাই সচেতন হতে না পারলে এই সংকট আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করছেন চিকিৎসকরা।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান সংক্রান্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপেশে হিসেবে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের ভুল চিত্র উপস্থাপন করা হয়েছে।  [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg]Untitled-1-67ebdf3d9764f.jpg 49.13 KB [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg] প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মীয় চরমপন্থার উত্থানস্থল হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে বলা হয়,

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তিনি বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।   মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ হলো সম্প্রীতির উৎসব, যা সব মানুষকে ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয়।   তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নিপীড়নের

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে শান্তিপূর্ণভাবে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এশিয়ার বৃহত্তম ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করা হয়। জামাত শুরুর অনেক আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকায় মুসল্লিরা ছড়িয়ে পড়েন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে, লাখো কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। শোলাকিয়ায় এবার প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে ঈদের সময় ঐক্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ নৈকট্য ও সমবেদনার দিন, এবং সেই ঐক্যকে দীর্ঘস্থায়ী করতে তিনি কাজ করবেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস দেশের সব জায়গার মুসল্লি, নারী,