প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১২:১৬
বিশ্ব জুড়ে করোনাভাইরাস টিকা নিয়ে তোলপাড় চলছে। এরই মাঝে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সাংবাদিক সম্মেলন থেকে চাঞ্চল্যকর দাবি করা হলো। বলা হয়েছে, দেশীয় একটি সংস্থার আবিষ্কৃত ‘ন্যাজাল স্প্রে’ করোনার ভাইরাস ধংস করবে
তাদের তরফে দাবি করা হয়, নাক, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ‘ধ্বংস করতে সক্ষম’ এমন একটি ‘সলিউশন’ তৈরির। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির আরও দাবি, এই ওষুধ নাক ও মুখে স্প্রে হিসেবে ব্যবহার করতে হয়।
এর নাম তারা দিয়েছে ‘বঙ্গ সেফ ওরো ন্যাজাল স্প্রে’। বিআরআইসিএমের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর ওপর এই স্প্রে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এটি ‘নিরাপদ ও কার্যকর’ প্রমাণিত হয়েছে।