আজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আমাদের দেশকে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চায়না, রাশিয়া, ইউরোপ ও আমেরিকা ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে
রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এই ভ্যাকসিন আমরা গ্রহণ করব।’টিকা এলে প্রথমে সম্মুখসারির যোদ্ধাদের আগে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, চলতি
মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম দিকেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।