প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ২২:১৪
গাইবান্ধায় প্রাচীন ৩টি মুর্তি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডলপাড়া গ্রামের নওয়াব আলীর পুত্র সবুজ মিয়া দীর্ঘ কয়েক বছর যাবৎ চট্রগ্রামের রাউজান পাহাড়তলী এলাকায় ভাংরী ব্যবসা করেন। ১৪/১৫ দিন পূর্বে প্রতিদিনের ন্যায় ফেরির দোকান (ভাংড়ী) নিয়ে ঐ এলাকার একটি হিন্দুপাড়া থেকে প্রাচীনকালের ৩টি রৌপ্য মুর্তি ক্রয় করেন। বাসায় ফেরার পর সীচা ছাতিনামারী গ্রামের মৃত রাইসনা শেখের পুত্র খোকা মিয়া মুর্তি গুলি দেখে সবুজকে বলেন মুর্তি ৩টি মূল্যবান সম্পদ।
পরে তারা মুর্তি ৩টি ভাগাভাগি করে সবুজ নেয় ২টি, খোকা মিয়া নেয় ১টি। গত ০৬/১২/২০ইং তারিখে বাস যোগে বাড়িতে আসার পথে পরদিন ০৭/১২/২০ইং তারিখে সকাল ৬টার সময় গাইবান্ধা বাসস্টান্ডের পূর্ব পার্শ্বে পেট্রল পাম্প সংলগ্ন গাইবান্ধা পলাশবাড়ী সড়কে কৌশলে সবুজ ও খোকা মিয়াকে বাস থেকে নামিয়ে তাদের কাছে থাকা ৩টি মুর্তি ও ১টি মোবাইল ফোন দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেয়। সবুজ মিয়ার ধারণা ঘটনাটি খোকা মিয়া তার লোকজন দ্বারা ঘটিয়েছে।
এই ঘটনার জন্য খোকা মিয়াকে দায়ী করে সবুজের বাড়িতে কৌশলে নিয়ে আটক করে রাখেন। ০৮/১২/২০ইং তারিখে খোকার লোক পুলিশ সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে এএসআই আখতারুজ্জামান সবুজের বাড়ি থেকে খোকা মিয়াকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এএসআই আখতারুজ্জামান বলেন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খোকাকে থানায় নিয়ে আসা হয়েছে।