
প্রকাশ: ১ জুলাই ২০২০, ২২:৪০

ব'ল না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে
কিন্তু কেন? মরতে তো হবেই। নিজেকে শেষ করে দেয়া কেন? যখন তখন? বর্ণ, শব্দ, বাক্য হয়তো সেই আবেদন হারিয়েছে!তাই প্রকাশের মাঝে সমাধান আশা করা যায়না। তাই লুকিয়ে বাঁচতে চেয়েও মৃত্যুকে বেছে নিতে হয়। আত্মহত্যার বিষয়ে বড় বড় লেখনি অনেক আছে। সাইকোলজির বিভিন্ন অধ্যায়ে বিরাট বিরাট ব্যাখ্যা প্রদান করেছেন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। তবুও কেন? থামাতে পারছিনা? হয়তো কোনো একটা বড় জায়গায় অভাব রয়ে গেছে। যা শুধুমাত্র মরণ কে বেছে নেওয়া ব্যক্তিটিই জানে।

"বাধ্য হয়েই বেছে নিয়েছেন। "এই বাক্যটি প্রশ্ন তোলে, কেন বাধ্য হলেন? কারা বাধ্য করলো? নিশ্চয়ই সমাজ বাধ্য করেছে! সমাজের মানুষগুলোই হয়তো বাধ্য করেছে! অথচ, মানুষের বেঁচে থাকতে মানুষকেই যে দরকার! সুতরাং কাওকে পাশে না পেয়েই মরণের পথ বেছে নিয়েছেন।কিন্তু এতেই কি সমাধান হয়েছে? নাকি দিশেহারা হল একটি সম্পূর্ণ পরিবার? নিজেকে শেষ করে দিয়েই কি সমাধান ? অবশ্যই নয়।
ভালোবাসায় ব্যর্থ হয়ে, ঠকবাজির শিকার হবার পর নিজেকে শেষ করে দিলেই সমাধান? অবশ্যই তা ভুল। যারা ভুল থেকে কোনোমতে বেঁচে গিয়েছে তাদেরই এমন বাক্য " আত্মহত্যার পথে যাওয়াটাই ভুল" বেঁচে থাকতেই যে মানুষ তোমার মর্ম বুঝতে পারেনি, তুমি মরে গেলে শুধুমাত্র সহানুভূতি দেখাবে সে আর বেশি কিছু সম্ভব নয়।
লেখক,আসিফ মাহমুদ আমিন।
শিক্ষার্থী, বাংলা বিভাগ,জবি।