আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৮:৩৩ অপরাহ্ন
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে: নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, "রাজনীতি জমিদারী বন্দোবস্ত নয়, এটি উত্তরাধিকার সূত্রের সাম্রাজ্যও নয়।" তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া শাখার আয়োজনে উপজেলা প্রশাসনের খেলার মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।


নূর বলেন, "ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে পরিবর্তন এসেছে, তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে এবং নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি ও নেতৃত্ব। গণ অধিকার পরিষদ সেই নতুন রাজনীতি প্রসারের জন্য কাজ করছে। আমরা আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেব।"


তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছর ধরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় রয়েছে। যারা ক্ষমতায় এসেছে, তারা আইন ও আদালতকে দলীয় করণ করেছে, ফলে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা ক্ষুণ্ণ হয়েছে। 


নূর বলেন, "পায়রা বন্দর এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বাণিজ্যিকভাবে আরো গতিশীল করতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।"


এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফাতিমা তাসনিম, শহিদুল ইসলাম ফাহিম, আবু হানিফ রিদয় ও রবিউল ইসলাম। 


এ সময় ছাত্র অধিকার ও যুব অধিকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি জনসভায় পরিণত হয়, যেখানে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। 


নুরুল হক নূরকে এক নজর দেখতে আসা জনতার সমাগম ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, "গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে এবং রাজনীতির মাঠে নতুন ধারার সূচনা করবে।"