প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০:২৮
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ড, চীন, ভারত, ভিয়েতনাম এবং বাংলাদেশেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের হিসাব অনুযায়ী, এ ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন এবং ৭৩২ জনের বেশি আহত হয়েছেন। থাইল্যান্ডে ভূমিকম্পের কারণে তিনজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে ১১৭ জন আটকা পড়েছেন।