ইসরায়েলি হামলায় পূর্ব বেকা উপত্যকায় ৬০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০২৪ ১১:০০ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় পূর্ব বেকা উপত্যকায় ৬০ জন নিহত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে, পূর্ব বেকা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলার ফলে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বালবেক অঞ্চলের অধিবাসী, যেখানে হিজবুল্লাহর প্রভাব লক্ষ্যণীয়। বৈরুত থেকে এএফপি-কে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে অন্তত দুইজন শিশু রয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ৫৮ জন আহত হয়েছেন এবং উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে ১৬ জনের মৃত্যু বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে ঘটেছে। এএফপি জানিয়েছে, গত মাসের শেষের দিকে শুরু হওয়া ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর থেকে লেবাননে মোট ১,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।


বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে সংঘাতের সময়ে ওই অঞ্চলে 'সবচেয়ে হিংসাত্মক' বলে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার আগে কোনো সতর্কতা প্রদান করা হয়নি। বালবেক একটি দরিদ্র অঞ্চল এবং সিরিয়ার সীমান্তে অবস্থিত, যেখানে মানুষের জীবনযাত্রা ইতিমধ্যেই চ্যালেঞ্জের মুখোমুখি।


লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর টায়ারসহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার সময় স্থানীয় জনগণের ওপর এই আক্রমণ ঘটে। দুই পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়।


জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, এই যুদ্ধের ফলে অন্তত ১.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে অবস্থান করছে। লেবাননের কর্তৃপক্ষ জানায়, ৫০০,০০০ এরও বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে, যাদের অধিকাংশই সিরিয়ান অভিবাসী।


এই পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্য সেবা ব্যবস্থা ও মানবিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তা ও শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।