বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে হামলা, বিকাশ কর্মীর টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
আমিনুল ইসলাম আপন - জেলা প্রতিনিধি,হবিগঞ্জ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ১২:০৯ অপরাহ্ন
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে হামলা, বিকাশ কর্মীর টাকা লুট

হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ শরিফউদ্দিন সড়কে বিকাশ কোম্পানির এক ডিএসওকে আহত করে ছয় লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে জলসুখা নোয়াগড় এলাকার যাত্রী ছাউনির সামনে এই ঘটনা ঘটে।  


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকাশ ডিএসও শহিদুল ইসলাম (৩০) সড়ক দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করার পর তার কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  


স্থানীয় লোকজন সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশে শহিদুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।  


পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুলের বাড়ি শিবপাশা ইউনিয়নে। তার শরীরে চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে তার মোটরসাইকেল, মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেন।  


এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাসান বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। এটি ডাকাতি, ছিনতাই নাকি সড়ক দুর্ঘটনা তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। শহিদুলের স্বজনরা মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করেছে, যা তদন্তের একটি অংশ।  


তিনি আরও জানান, বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী জিংরি ব্রিজ পর্যন্ত টহল দিচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।  


স্থানীয়দের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিনতাই হতে পারে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।