টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক দালালকে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।  


আটক দালালের নাম নেজাম উদ্দিন (২০), তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার বাসিন্দা। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।  


অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জন পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও নেজাম উদ্দিনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৫ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।  


ভুক্তভোগীদের ভাষ্যমতে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র তাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে এখানে নিয়ে আসে। পরে বুধবার রাতে সাগরপথে তাদের ট্রলারে তুলে দেওয়ার জন্য দালালরা প্রস্তুতি নিচ্ছিল।  


ওসি বলেন, মানবপাচার একটি মারাত্মক অপরাধ এবং এটি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আটক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সাগরপথে পাচার রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং দালাল চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।  


মানবপাচার রোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পাচারকারীরা সাধারণত নিরীহ মানুষকে ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।