নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনেই নির্বাচন সম্ভব: রিজভী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৭ই মার্চ ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন
নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনেই নির্বাচন সম্ভব: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, যদি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে, তাহলে জুন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব।


শুক্রবার রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে রিজভী এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের তো সংবিধান রয়েছে, সংবিধান সংশোধনের উপায়ও আছে, তাহলে গণপরিষদ নির্বাচনের বিষয় কেন আসছে? এসব দাবি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।’’


রিজভী আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে এবং এখন শেখ হাসিনার সরকার ভারতীয় স্বার্থের পক্ষে কাজ করছে। তিনি বলেন, ‘‘ভারত শেখ হাসিনার দোসরদের আশ্রয় দিয়েছে এবং তাদের দেশে বাগানবাড়ি বানিয়েছে।’’


বিএনপির সিনিয়র নেতা ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আলোচনা নিয়ে প্রশ্ন তুলেন। ‘‘ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে, কিন্তু কে তাদের এই অধিকার দিয়েছে?’’ এমন প্রশ্ন তোলেন তিনি। তার মতে, শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল বিএনপিকে ধ্বংস করা, এবং তিনি ব্যক্তিগত আক্রোশের কারণে আদালতকে ব্যবহার করছিলেন।


এই আয়োজন থেকে শহীদ পরিবারের সদস্যদের এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।


এদিনের এই অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে।’