লক্ষ্মীপুরে রোজা না রাখা বৃদ্ধকে শাস্তি, ক্ষমা চাইলেন বণিক নেতা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - লক্ষ্মীপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে রোজা না রাখা বৃদ্ধকে শাস্তি, ক্ষমা চাইলেন বণিক নেতা

লক্ষ্মীপুরে এক বৃদ্ধসহ কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর ঘটনায় বিতর্কিত বণিক সমিতির নেতা আব্দুল আজিজ অবশেষে ক্ষমা চেয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে লাঠি হাতে নিয়ে শহরের থানা রোড এলাকায় কয়েকজনকে তিনি এই শাস্তি দেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাতে পুলিশের হস্তক্ষেপে আজিজ সদর থানা এলাকায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন।  


ওই ভিডিওতে দেখা যায়, আজিজ মুনছুরুল হক ও মো. সাজুকে পাশে নিয়ে ক্ষমা চাচ্ছেন। তবে ভিডিওতে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে দেখা যায়নি। আজিজ বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষায় আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কেন খাচ্ছেন। পরে জানতে পারি তারা রোজা রাখেননি। আমি যা করেছি তা ভুল এবং অন্যায়। এজন্য ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে এমন কাজ আর করব না।’  


প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে ঢুকে লাঠি হাতে অভিযান চালান। তিনি রোজা না রাখা কয়েকজনকে হোটেল থেকে বের করে রাস্তায় শাস্তি দেন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রচারিত হয়।  


এদিকে, রাতেই সদর থানা পুলিশ আজিজকে আটক করে। পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  


ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের শাস্তি দিয়েছেন, পরে ক্ষমা চেয়েছেন। আমরা আইনগত ব্যবস্থা নেব না।’ তবে সামাজিক মাধ্যমে অনেকেই এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।