বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ৭ই মার্চ ২০২৫ ০৮:০২ অপরাহ্ন
বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে শুক্রবার শহরের পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু।


সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, এবং বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন এম জহির, এম.কে. রানা, আরিফুর রহমান, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিন, ফাহিম ফিরোজসহ সংগঠনের আরও সদস্যবৃন্দ।


প্রধান অতিথি লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস, এটি আমাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। এই মাসের আর্দশ আমাদের জীবনযাত্রায় ধারণ করতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।”


তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর, লাখ লাখ মানুষের জীবন ও রক্তের বিনিময়ে আমরা যে পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি, তা ধরে রাখতে হবে। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন সম্ভব।”