জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন শুরু করেছেন। তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান অব্যাহত রেখেছেন। এর আগে রোববার সকাল ৮.৩০ থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি তারা।
এদিন সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, আইআর, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা বিভাগের শিক্ষার্থীরা শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।
তাদের দাবি তিনটি—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা, শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হলে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করা।
এছাড়া, প্রধান ফটকে তালা ঝোলানোর ফলে ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবি, যতদিন না তাদের দাবিগুলো পূর্ণ হবে, ততদিন তারা অনশন চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।