ভারত থেকে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন।
সোমবার (১২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বিজিবি জানায়, ভিডিও ধারণের উদ্দেশ্যে দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে প্রবেশ করেন।
এ সময়, ওই দিন বিকালে তারা ভারত থেকে ফেরার পথে বিজিবির টহল দল চিনাকান্দি বিওপির রাজাপাড়া সীমান্ত এলাকায় তাদের আটক করে। আটককৃতদের কাছে ক্যামেরাযুক্ত দুটি এন্ড্রয়েড ফোন, একটি বাটন মোবাইল (সিমসহ), একটি মোটর সাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া, এসব জব্দকৃত আলামতসহ আটককৃতদের রোববার রাতে থানায় সোপর্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।